News71.com
 Bangladesh
 03 Apr 20, 09:56 PM
 929           
 0
 03 Apr 20, 09:56 PM

বরিশালের গৌরনদী উপজেলায় করোনা আতঙ্কে ৬০ বাড়ি ‘লকডাউন’॥

বরিশালের গৌরনদী উপজেলায় করোনা আতঙ্কে ৬০ বাড়ি ‘লকডাউন’॥

নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকায় শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসান ফকির (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত হাসান ফকির ওই গ্রামের মৃত মব্বত আলী ফকিরের ছেলে। তিনি স্থানীয় মানিক সরদারের স্যানিটারির দোকানে রিং ও স্লাব বানাতেন। স্থানীয়দের বরাত দিয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, হাসান ফকিরের মধ্যে করোনা ভাইরাসের বেশ কয়েকটি লক্ষণই বিদ্যমান ছিলো। বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। বিষয়টি নিয়ে আতঙ্কগ্রস্ত এলাকাবাসী গৌরনদী উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে। তিনি জানান, ওই গ্রামের ৬০টি পরিবারকে লকডাউন করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লকডাউন করা পরিবারদের খাদ্য সহায়তা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন