News71.com
 Bangladesh
 02 May 20, 12:15 PM
 1001           
 0
 02 May 20, 12:15 PM

বরিশালের ৭ হোটেলে থাকবেন শেবাচিমের করোনা রোগীদের সেবাদানকারী চিকিৎসক ও নার্সরা॥

বরিশালের ৭ হোটেলে থাকবেন শেবাচিমের করোনা রোগীদের সেবাদানকারী চিকিৎসক ও নার্সরা॥

নিউজ ডেস্কঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) করোনা রোগীদের সেবাদানকারী চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের থাকার জন্য ৭টি হোটেল বরাদ্দ করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, শেবাচিম হাসপাতালে করোনা রোগীদের সেবাদানকারী চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের থাকার থ্রি-স্টার মানের ৭টি হোটেলের ব্যবস্থা করা হয়েছে।

এগুলো হচ্ছে হোটেল গ্রান্ডপার্ক, সেডোনা ইন্টারন্যাশনাল, হোটেল এরিনা, হোটেল এথেনা, হোটেল ইস্টার্ন, হোটেল আলী এবং হোটেল রোদেলা। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে চিকিৎসক ও নার্স সহ অন্যান্যরা উঠবেন বলে জানানো হয়। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শেবাচিমের চিকিৎসক, নার্সসহ অন্যান্যরা যাতে নিজেরা সুস্থ থেকে করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদান করতে পারে সে জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। এ বিষয়ে যা যা করণীয় জেলা প্রশাসন তা করবে এবং জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন