News71.com
 Bangladesh
 10 May 20, 06:01 PM
 973           
 0
 10 May 20, 06:01 PM

জনস্বাস্থ্য বিবেচনা করে দোকান খোলার সিদ্ধান্ত বাতিল করল বরিশালের ব্যবসায়ী সমিতি॥

জনস্বাস্থ্য বিবেচনা করে দোকান খোলার সিদ্ধান্ত বাতিল করল বরিশালের ব্যবসায়ী সমিতি॥

নিউজ ডেস্কঃ রোববার (১০ মে) থেকে দোকান খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি। শনিবার (০৯ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবন ও জীবিকার মধ্যে জীবনকে প্রাধান্য দিয়ে ঈদ উপলক্ষে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে রাতেই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র আহবানে সারা দিয়ে নগরের কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে বৈঠকে বসেন মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান।

মেয়রের এই আহবানে সাডা দিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দও ঐক্যমত পোষণ করেন। বৈঠক শেষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জানান, মূলত করোনার সংক্রমণ থেকে নগরবাসী তথা বরিশালবাসীকে রক্ষার জন্য ব্যবসায়ীদের এই অনুরোধ জানানো হয়। অনুরোধ রক্ষা করায় এসময় তিনি ব্যবসায়ীদের ধন্যবাদ জানান। এদিকে সভাসূত্রে জানা গেছে, চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির এই সিদ্ধান্তের কথা ও মেয়রের আহবান বরিশাল নগরের অন্যান্য ব্যবসায়ীক মালিক সমিতিকে রোববার দুপুরের মধ্যে জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য, নগরের চকবাজার, কাঠপট্টি, লাইনরোড , হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতী এলাকায় ৫ শতাধিক দোকান রয়েছে। ঈদ কেনাকাটায় প্রতিবছর নগরবাসী এখানেই ভিড় জমিয়ে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন