নিউজ ডেস্কঃ ভোলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে প্রায় আড়াই শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ উপড়ে পড়েছে বহু গাছপালা। আর গাছের চাপায় অন্তত পাঁচ জন ব্যক্তি আহত হয়েছেন। জেলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় এই ঝড় আঘাত হানে। উপজেলার পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের উপর দিয়ে ২৭ মে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বয়ে যাওয়া আকস্মিক এই ঝড়ে ১০টি গ্রামের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছ উপড়ে ছিড়ে যায় বিদ্যুতের তার। এতে করে প্রায় ২৪ ঘন্টা ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
২৮ মে, বৃহস্পতিবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহকে ব্যক্তিগত উদ্যোগে নগদ পাঁচ হাজার করে টাকা করে দেয় ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সহায়তা প্রদান করেন তিনি। এছাড়া বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য আরো ত্রাণ সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি। এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, ক্ষতিগ্রস্ত সব পরিবারের তালিকা করা হচ্ছে। তাদেরকে ত্রাণ সহায়তা দেয়া হবে।