News71.com
 Bangladesh
 10 Oct 20, 10:38 PM
 882           
 0
 10 Oct 20, 10:38 PM

বরিশালে মেঘনায় অবৈধ সরঞ্জাম নিয়ে মাছ ধরার দায়ে ৭ জেলের কারাদণ্ড।।

বরিশালে মেঘনায় অবৈধ সরঞ্জাম নিয়ে মাছ ধরার দায়ে ৭ জেলের কারাদণ্ড।।

 

নিউজ ডেস্কঃ বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ নিধন করার দায়ে আটক ৭ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার রাতে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের আজ শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন- খলিল খান, সুমন মাঝি, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, শহীদ বেপারী, মানিক মাঝি ও জালাল সরদার। এদের সকলের বাড়ি হিজলা ও পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং তারা মৎস্যজীবী জেলে। মাছ ধরে জীবিকা নির্বাহ তাদের একমাত্র পেশা। 

 

হিজলা নৌ পুলিশের ওসি মো. বেল্লাল হোসেন বলেন, গতকাল শুক্রবার (৯  অক্টোবর) বিকেলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. হালিম হিজলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার অভিযোগে ৭ জেলেকে আটক করেন। রাতে ভ্রাম্যমান আদালতের কাছে তারা অপরাধ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।  জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিজলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আ. হালিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন