নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে গত তিন দিন ধরে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। কখনও ভারী থেকে অতিভারী কখনও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে চার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কাজী কেরামত জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা পটুয়াখালীর গত চার বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত। এদিকে বঙ্গোপসাগরে গভির নিম্নচাপের সৃষ্টি হওয়ায় পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরকে ২ নম্বর সংকেত দেওয়া হয়েছে। এতে ৬০ থেকে ১০০ ফিটের নৌযান চলাচলের জন্য বলা হয়েছে। মাঠের ঘেরগুলো পানিতে প্লাবিত হয়ে একাকার হয়ে পড়েছে। চাষের মাছ চলে যাচ্ছে নদী-খালে। এতে চাষিদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, ‘সাগরে কোনও মাছ ধরার ট্রলার নেই। নদীতে দুই একটি থাকতে পারে। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় নদী ও সাগরে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। বৃষ্টিতে মাছের ঘের ভেসে না যায় এই জন্য ঘেরের চারপাশে জাল দিয়ে প্রাচীর নির্মাণ করার পরামর্শ দেওয়া হয়েছে।’এরআগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টা থেকে টানা বৃষ্টির ফলে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় এলাকা, এজিএডির কার্যালয়, তিতাস সিনেমা সড়ক, রুপালি সিনেমা সড়কের গলি, নতুন বাজার মাছ পট্টি, কাটপট্টি মাহিলা কলেজ সড়ক এলাকা, নবাবপাড়া, জুবিলি স্কুল সড়কে পানি জমে আছে। এতে থেমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অনেক জায়গায় বিদ্যুতের লাইনের ওপর গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন