News71.com
 Bangladesh
 13 Dec 20, 05:38 PM
 937           
 0
 13 Dec 20, 05:38 PM

ব‌রিশা‌লে পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

ব‌রিশা‌লে পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ ব‌রিশাল সদর উপ‌জেলার দিনা‌রেরপুল এলাকায় প্রতি‌বেশীর ঘর থে‌কে হে‌লেনা আক্তার মু‌ন্নি না‌মে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (১২ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১১টার দি‌কে মর‌দেহটি উদ্ধার করা হয়। মৃত মু‌ন্নি (১২) ওই এলাকার হেলাল হাওলাদা‌রের মে‌য়ে এবং স্থানীয় দিনা‌রেরপুল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার ব‌লেন, ওই মেয়ে গলায় দ‌ড়ি দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। ত‌বে কী কার‌ণে আত্মহত্যা ক‌রে‌ছে তা স্পষ্টভা‌বে জানা যায়‌নি। মর‌দেহ উদ্ধার ক‌রে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌ল মর্গে ময়নাতদ‌ন্তের জন্য পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন