News71.com
 Bangladesh
 22 Dec 20, 11:37 AM
 836           
 0
 22 Dec 20, 11:37 AM

নিরাপদ নগরী বিনির্মাণে সিসিটিভি ক্যামেরা ও টহল বাড়ানোর তাগিদ।।

নিরাপদ নগরী বিনির্মাণে সিসিটিভি ক্যামেরা ও টহল বাড়ানোর তাগিদ।।

নিউজ ডেস্কঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, দুষ্কৃতকারীমুক্ত নিরাপদ নগরী বিনির্মাণে জনগণকে সাথে নিয়ে বিট এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল বাড়াতে হবে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, জন সম্পৃক্ততা বাড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে মানুষের দোরগোড়ায় গিয়ে নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত হয়ে সেবা নিশ্চিত করতে হবে, প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, সেবা প্রদানে আরও স্বচ্ছতা, দক্ষতা, পারদর্শিতা বাড়াতে উদ্দীপনামূলক কর্মশালাসহ যে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছি, সেগুলোর প্রতি আরও মনোযোগী হতে হবে। সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেপ্তারি ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোন মামলা পেন্ডিং থাকবে না। মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি রয়েছে কি-না বা কোন নিরীহ সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কি-না সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়মিত তদারকি করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন