নিউজ ডেস্কঃ ডোপ টেস্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৭ সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া একই অপরাধে চারজনকে চাকরিচ্যুতও করা হয়েছে। পাশাপাশি চাকরিচ্যুতির অপেক্ষায় রয়েছে আরও কয়েকজন। বুধবার বিএমপির পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।বিএমপি সূত্র জানায়, গত বছর অক্টোবরে বিএমপির সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্ট প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকে প্রতি মাসেই দৈবচায়ন পদ্ধতিতে চলছে টেস্ট। গত ১৫ মাসে ৪৮ পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। এর মধ্যে ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া ওই ১৭ জনের মধ্যে ৫ সদস্যের বিরুদ্ধে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, নৈতিকভাবে প্রতিটি পুলিশ সদস্য সম্পূর্ণ মাদকমুক্ত থেকে সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করবে। সেই পুলিশ সদস্যরা কোনোভাবেই মাদক সেবন ও কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে না। আইজিপির নির্দেশনা রয়েছে কোনো পুলিশ সদস্য মাদকে জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার। সে অনুযায়ী সন্দেহভাজন পুলিশ সদস্যদের প্রতি মাসে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে। টেস্টে কারোর রিপোর্ট পজিটিভ এলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এমনকি তাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।