নিউজ ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল এখন কেন্দ্রীয় কারাগারের ফুল বাগানের মালি। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফুল বাগান রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন তিনি।
একটি দুর্নীতি মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে গত ৯ নভেম্বর থেকে বরিশাল কারাগারে আছেন তিনি। ১০ নভেম্বর তাকে ফুলবাগান রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করেন কারা কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাজনিত কারণে অন্যান্য কয়েদীদের সাথে রাখা হয়নি সাবেক মেয়র কামালকে। রাখা হয়েছে জেলের মধ্যে একটি আলাদা সেলে।
৪৫ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ ৫ জনকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সাথে আদালতে সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়। ওই দিনই আসামিদের বিশেষ ব্যবস্থায় কারাগারে নেয়া হয়।