নিউজ ডেস্কঃ বরিশাল জেলার ১০ উপজেলায় দেড় হাজারের বেশী গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন প্রকল্প ২-এর আওতায় ‘মুজিববর্ষে বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না’ কর্মসূচির ঘর। আগামী শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানিয়েছেন বরিশাল জেলা প্রসাশক জসীম উদ্দিন হায়দার।
তিনি জানান, দুই শতাংশ জমির উপরে নির্মিত প্রায় শতবর্গফুটের একেকটি গৃহের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। আগামী শনিবার জেলার ১০ উপজেলায় এক হাজার ৯টি ঘর হস্তান্তর করা হবে। বাকী পাঁচশত ৪৭টি ঘর নির্মান শেষে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এসব ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এ নিয়ে কেউ কোনো ধরনের অনিয়ম দুর্নীতির আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।