News71.com
 Bangladesh
 30 Jan 21, 01:45 PM
 921           
 0
 30 Jan 21, 01:45 PM

ভোলায় ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার।। ২ এজেন্ট আটক

ভোলায় ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার।। ২ এজেন্ট আটক

 

নিউজ ডেস্কঃ ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।সকাল ১০টার দিকে দৌলতখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

 

এদিকে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অভিযোগে দুই দলের দুই এজেন্টকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন ধানের শীষের এজেন্ট আব্দুর রহিম ও নৌকার এজেন্ট আবুল হোসেন। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, বিজিপি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন