News71.com
 Bangladesh
 01 Feb 21, 01:38 PM
 944           
 0
 01 Feb 21, 01:38 PM

ব‌রিশালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত একজন।।

ব‌রিশালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত একজন।।

নিউজ ডেস্কঃ ব‌রিশা‌লে মোটরসাই‌কে‌লের ধাক্কায় সে‌লিম শরীফ (৫৫) না‌মে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। রোববার (৩১ জানুয়া‌রি) সন্ধ্যায় নগরের লাকু‌টিয়া সড়‌কের বা‌ঘিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

 

নিহত সে‌লিম সদর উপ‌জেলার মতাসা এলাকার বা‌সিন্দা আলী আকবর শরী‌ফের ছে‌লে। স্থানীয় মুদি ব্যবসায়ী মো. সিরাজ জানান, সেলিম শরীফ রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান। তার নাক-মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় মোটরসাইকেলের অজ্ঞাত চালক ও তার সঙ্গে থাকা আরোহীও আহত হন। হাসপাতালে নেওয়ার পর শরীফের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন