নিউজ ডেস্কঃ বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনদিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক-হেলপার, নিহত শিশুটির মা, চাচা, নানীসহ আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও আহতরা জানান, ঘটনার সময় যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিল। আর অ্যাম্বুলেন্সটি শেবাচিম হাসপাতাল থেকে ঢাকায় যাচ্ছিল। পরে, রামপট্টি এলাকায় এ দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির ভেতরে থাকা তিন দিনের নবজাতক ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া শিশুটির মা শাহানা আক্তার জুঁই, শাহানার মা শাহিনুর বেগম, ভাসুর সাগর, খালা শাশুড়ি ফিরোজা, অ্যাম্বুলেন্সের চালক রেজাউল, হেলপার জহির ও রিমন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।