নিউজ ডেস্কঃ সারাদেশের মতো বরিশালেও ইলিশের অভয়াশ্রমগুলোতে মৎস্য অধিদফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। মাছ ধরার অপরাধে সোমবার (০১ মার্চ) সকাল পর্যন্ত বরিশালে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৮ টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার বাগরজা নদী থেকে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে চারজনকে গ্রেফতার করে কোস্টগার্ড। এ সময় প্রচুর পরিমাণে কারেন্ট জাল উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে বরিশাল নগরীর রুপাতলী দপদপিয়া এলাকা থেকে জাটকা পরিবহন করার অপরাধে তিনজনকে গ্রেফতার করে নৌপুলিশ। এ তিনজনের মধ্যে দুজনকে ২০ দিনের জেল ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সরকারের নির্দেশনা অনুসারে দেশের ছয়টি অভয়াশ্রমের পাঁচটিতে মৎস্যসম্পদ রক্ষায় আগামী দুই মাস এ অভিযান চলবে। বরিশালের মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর ৮২ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম রয়েছে ইলিশের। আর ছয় জেলা ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলার বিভিন্ন নদীর ৪৩২ কিলোমিটার এলাকায় মোট ছয়টি অভয়াশ্রমের মধ্যে পাঁচটিতে এ অভিযান চলছে।