News71.com
 Bangladesh
 07 Jul 21, 06:01 PM
 514           
 0
 07 Jul 21, 06:01 PM

রেকর্ড ভেঙে বরিশালে একদিনে শনাক্ত ৬২২॥ ২৪ ঘন্টায় মৃত্যু ১২

রেকর্ড ভেঙে বরিশালে একদিনে শনাক্ত ৬২২॥ ২৪ ঘন্টায় মৃত্যু ১২

নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে একদিনে রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ৬২২ জন। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৯। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৫৪ জন। এছাড়া একইসময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। সেসঙ্গে গেল ২৪ ঘণ্টায় গোটা বরিশাল জেলায় চারজন ও ঝালকাঠি জেলায় একজনসহ বিভাগে মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২০ হাজার ১৫৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭০ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১৭৩ জন নিয়ে মোট ৮ হাজার ৭০৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ২৬৭৯ জন, ভোলা জেলায় নতুন ৩০ জন সহ মোট ২১৪৭ জন, পিরোজপুর জেলায় নতুন ১২১ জন নিয়ে মোট ২৭০৪ জন, বরগুনা জেলায় নতুন ৭৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৬৪৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৬৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২৭৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন