নিউজ ডেস্কঃ বরিশালের হিজলায় জ্বিন তাড়ানোর নামে এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ফকির বেশধারী দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই ফকিরকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাসেল ঘরামী (৩০) ওই এলাকার আলমগীর ঘরামীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা এবং নিজ জমিতেই কৃষিকাজ করতেন। মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন গাজী বলেন, রাসেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল তাকে জ্বিনে ধরেছে।
এরপর সোমবার হিজলা গৌরবদী ইউনিয়নের বিছর গ্রাম থেকে জামাল শেখের ছেলে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামের দু’জন ফকির আনা হয় জ্বিন তাড়ানোর জন্য। জ্বিন ছাড়াতে গিয়ে এক পর্যায়ে রাসেলের গলা টিপে ধরেন ওই দুই ফকির। এসময় রাসেল অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে রাসেলকে মৃত ঘোষণা করেন। হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল বলেন, জ্বিন ছাড়াতে গিয়ে গলা টিপে হত্যার খবর শুনেছি। স্থানীয়রা ফকির বেশধারী ২৫ ও ২২ বছর বয়সী দুই যুবককে আটক করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।