News71.com
 Bangladesh
 27 Jul 21, 11:01 PM
 662           
 0
 27 Jul 21, 11:01 PM

শুধুমাত্র বরিশালের শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটেই ১৬ জনের মৃত্যু॥

শুধুমাত্র বরিশালের শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটেই ১৬ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।  এরমধ্যে আইসোলেশন (অবজারবেশন) ওয়ার্ডে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়েছে।  আর এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩ জনের। এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭৪৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭৪৫ জনের মধ্যে ৮২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ শয্যার করোনা ইউনিটে বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ২৫৭ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১০৩ জন  করোনা ওয়ার্ডে এবং ১৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন