News71.com
 Bangladesh
 10 Aug 21, 11:43 PM
 890           
 0
 10 Aug 21, 11:43 PM

বরিশাল সিটি করপোরেশনের বাজেট ঘোষণা॥

বরিশাল সিটি করপোরেশনের বাজেট ঘোষণা॥

নিউজ ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশনে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৪টায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে ভার্চ্যুয়ালি এ বাজেট ঘোষণা করেন ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু। নগরবাসীর উপর নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে নিজস্ব বিভিন্ন উৎস থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা। সরকারি অনুদান (রাজস্ব) ৯ কোটি ৮১ লাখ ১ হাজার ৯৬০ টাকা, সরকারি থোক বরাদ্দ ২০ কোটি টাকা এবং সরকারি বিশেষ অনুদান ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এছাড়া সরকারি ও দাতা সংস্থার সাহায্য হিসেবে ২১১ কোটি ১২ লাখ ২১ হাজার ৪৩১ টাকা ধরা হয়েছে।

তবে নিজে বাজেট ঘোষণা না করলেও এই অনুষ্ঠানে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, শহরের রাস্তা-ড্রেন-ব্রিজ-কালভার্ট, পুকুর ও খাল সংরক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৬৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ৯৯৮ টাকা, করোনা মোকাবিলায় ৬ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় ৩৬ কোটি ১৫ লাখ টাকা, পানি-বিদ্যুত ও পরিবহন খাতে ১৯ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪৮ টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আনুতোষিকসহ ৪১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। নগরবাসীর উন্নয়নে সম্ভব সবধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন মেয়র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন