News71.com
 Bangladesh
 15 Aug 21, 11:50 AM
 635           
 0
 15 Aug 21, 11:50 AM

বরিশালে শ্বাসনালীতে চুইংগাম আটকে শিশুর মৃত্যু॥

বরিশালে শ্বাসনালীতে চুইংগাম আটকে শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুরে শ্বাসনালীতে চুইংগাম ও জেলি জাতীয় খাবার (শিশুদের খাদ্য হিসেবে পরিচিত লিচু) আটকে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রমজান (২)। সে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউপির হানুয়া গ্রামের মো. হেমায়েত হাওলাদারের ছেলে। নিহত শিশুর স্বজন শাহাদাত সিকদার জানান, শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ফুফাতো ভাই হেমায়েত তার ছেলে রমজানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তা সংলগ্ন দোকানে যান। সেখানে তিনি ছেলেকে চুইংগাম ও লিচু কিনে দেন। সেই চুইংগাম খাওয়ার একপর্যায়ে তা শিশু রমজানের গলায় আটকে যায়। কিন্তু বাবা হেমায়েত বিষয়টি খেয়াল না করে উল্টো ছেলের মুখে লিচু (কোম্পানির তৈরি করা) দিলে সেটিও গলায় আটকে যায়। এ সময় শিশুটি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে স্বজনদের সহযোগিতায় তাকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার শিশু রমজানকে মৃত বলে ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন