News71.com
 Bangladesh
 19 Aug 21, 10:36 PM
 594           
 0
 19 Aug 21, 10:36 PM

বরিশালের পরিস্থিতি থমথমে॥ মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি

বরিশালের পরিস্থিতি থমথমে॥ মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি

নিউজ ডেস্কঃ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে বরিশাল নগরে। এমতাবস্থায় নগরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবির সদস্য চাওয়া হয়েছে।

জানা গেছে, বরিশালে খুব দ্রুত বিজিবি সদস্যরা এসে সংশ্লিষ্ট দফতরে রিপোর্ট করবেন। পাশাপাশি আশপাশের জেলা থেকেও ম্যাজিস্ট্রেটদের আনা হচ্ছে। তারা সবাই উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত থাকবেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এখনও বিজিবির সদস্যরা আমাদের কাছে রিপোর্ট করেনি, তারা রিপোর্ট করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, বুধবার রাতের ঘটনা পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনে জরুরি সভা করে জেলা ও বিভাগীয় কোর কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন