নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার বাড়িটিতে আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সকালে খবর পেয়ে প্রথমে তাদের নয়টি ইউনিট আগুন নেভাতে। পরে আরো দুইটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
তিনি বলেন, “ভবনটি মূল সড়কের পাশে হওয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।“ওই তলার তিনটি জানালা ভেঙে পানি দেওয়া হচ্ছে। ভেতর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে।” অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর বলেন, “ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়, এখানেই আগুন লেগেছে।” এদিকে আগুন লাগার কারণে সড়কে যান চলাচল ব্যহত হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মো. সালাউদ্দিন জানান, মহাখালী ফ্লাইওভারের ঢালের পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনা; তাই দু-একটি করে গাড়ি ছাড়া হচ্ছে।