নিউজ ডেস্কঃ আস্তে আস্ত স্বাভাবিক হচ্ছে বরিশালের জনজীবন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক। এদিকে, সিটি মেয়রকে সন্ত্রাসী উল্লেখ করে তাকে গ্রেপ্তারের দাবিতে সিভিল সার্ভিস এসোসিয়েশনের দেওয়া বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। পুলিশের তদন্তে আস্থা না থাকায় ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা। পুলিশ বলছে, ঘটনায় সুষ্ঠু তদন্ত চলছে। নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না।
অপরদিকে, বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এই মুহূর্তে বিজিবি নামানোর প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে যে কোন মুহূর্তে বিজিবি নামানো হতে পারে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশি এবং হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করিম। এ ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহকে সন্ত্রাসী উল্লেখ করে তাকে গ্রেপ্তারের দাবিতে সিভিল সার্ভিস এসোসিয়েশনের দেওয়া বিবৃতি অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন তিনি। সিভিল সার্ভিস এসোসিয়েশনের ওই বিবৃতি প্রত্যাহার এবং আবারও ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের এই নেতা।