নিউজ ডেস্কঃ মেয়রের আহ্বানে কাজে ফিরেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা। শনিবার (২১ আগস্ট) রাত ৮টা থেকে তারা তাদের নিয়মিত কাজ শুরু করেছেন। নগরের ব্যস্ততম বিবির পুকুরপাড় সংলগ্ন এলাকায় বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, মেয়রের আহ্বানে আমরা কাজে নেমেছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব হবে। এর আগে সন্ধ্যা ৭টায় নগরের কালিবাড়ি রোডের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে পরিচ্ছন্নতা কর্মীদের কাজে ফেরার আহ্বান জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সংবাদ সম্মেলেনে মেয়র প্রশাসনের প্রতি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি না করারও অনুরোধ জানান। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের হামলার ঘটনার জেরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীরা নগরের পরিচ্ছন্নতার কাজ বন্ধ রেখেছিলেন।