News71.com
 Bangladesh
 09 Apr 22, 10:18 PM
 325           
 0
 09 Apr 22, 10:18 PM

মহাঅষ্টমীতে বরিশালের দুর্গাসাগর মেলায় পুণ্যার্থীর ঢল॥

মহাঅষ্টমীতে বরিশালের দুর্গাসাগর মেলায় পুণ্যার্থীর ঢল॥

নিউজ ডেস্কঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল নেমেছে। প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পাপ মুক্ত হওয়ার কামনায় এ দুর্গা স্নানে মিলিত হয়।শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুর্গাসাগরে স্নানোৎসবের আয়োজন করা হয়েছে। স্নানোৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত দুই বছর করোনা মহামারির কারণে এ আয়োজন করেনি কর্তৃপক্ষ। ফলে এ বছর হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে মিলন মেলায় পরিণত হয় দুর্গাসাগর পাড়। পুণ্যার্থীরা ফুল, বেলপাতা, ধান, দুর্বা, ডাব, ফলসহ স্নান করতে দুর্গাসাগরে নামছেন।

পূজারি কার্তিক ঠাকুর বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের মতে এখন থেকে ৫০০ বছর আগে রাজা সতীন্দ্র নারায়ণ রায়ের পূর্ব বাংলার বার ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা কন্দপ নারায়ণ রায় ও মাধব নারায়ণের বাংলার চন্দ্রদ্বীপের রাজধানী এ মাধপপাশা গ্রামে ছিল। পরে রাজা মাধপ নারায়ণ রায়ের নাম অনুসারে নাম হয় মাধপপাশা গ্রাম। বর্তমানে তার বংশধর দিলীপ কুমার রায় ও প্রদীপ কুমার রায়ের নেতৃত্বে এখানে পুণ্যস্নান ও মেলা হয়ে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন