News71.com
 Bangladesh
 16 Jun 22, 06:15 PM
 647           
 0
 16 Jun 22, 06:15 PM

পিরোজপুরে বিভিন্ন খালে অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস।।

পিরোজপুরে বিভিন্ন খালে অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের বিভিন্ন খালে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ বেহুন্দীজাল ও চায়না দোয়ারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে জেলা মৎস্য অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে অভিযান চালিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের উমেদপুর খাল থেকে ২টি বেহুন্দী জাল এবং শহরের দামোদর খাল থেকে ১০টি চায়না দোয়ারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় মাছ রক্ষার্থে অভিযানে ২টি বেহুন্দী জাল ও ১০টি চায়না দোয়ারী জাল আটক করা হয়। যার মূল্য আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা। আটক জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে শহরের দামোদর খাল সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে আমাদের এ অভিযান চলমান আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন