News71.com
 Bangladesh
 14 Jul 22, 06:36 PM
 923           
 0
 14 Jul 22, 06:36 PM

বরগুনায় জোয়ারের পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত।।

বরগুনায় জোয়ারের পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত।।

নিউজ ডেস্কঃ উপকূলীয় জেলা বরগুনায় গত কয়েক দিন ধরে প্রায় সব নদ-নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। বিভিন্ন জেলার প্রধান নদী ও খালের এলাকার নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। নদীর পানি বেড়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিষখালি নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি ৩ দশমিক ২৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে (স্বাভাবিক জোয়ার ২.৮৫) বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

স্বাভাবিক জোয়ারের চেয়ে পায়রা, বিষখালী, বলেশ্বর ও হরিণঘাটা ছাড়াও খাকদোন, টিয়াখালী নদী, টিয়াখালী দোন, বগীরখাল, বেহুলা নদী, নিদ্রাখালসহ জেলার প্রধান নদী ও খালের এলাকার নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। এর বাইরেও কিছু কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। বরগুনার তালতলীতে তেতুলবাড়িয়া এলাকায় জোয়ারের তোড়ে বাঁধ ভেঙে তিনদিন ধরে পানিতে ডুবে গেছে আটটি গ্রাম। সাধারণ মানুষের চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি। এমনকি গত কয়েকদিন ধরে পানিতে রান্নাঘর ডুবে যাওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে কয়েক শ' পরিবারের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন