News71.com
 Bangladesh
 16 Jul 22, 08:34 PM
 2061           
 0
 16 Jul 22, 08:34 PM

রাজাপুরে কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ।। এলাকায় উত্তেজনা

রাজাপুরে কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ।। এলাকায় উত্তেজনা

নিউজ ডেস্কঃ  ঝালকাঠির রাজাপুরে কিশোর গ্যাং গ্রুপিং নিয়ে সংঘর্ষে ২ কিশোর রক্তাক্ত জখম এবং আরও কয়েকজনে আহত হয়েছে। কিশোরদের গ্রুপিং দ্বন্দ্ব এখন বড়দের মধ্যেও ছড়িয়ে পড়ায় উত্তেজনা দেখা দিয়েছে। রাজাপুর উপজেলা জুড়ে এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে গুরুতর আহত সানি ও ফাহিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৫টা ও ৬টার দিকে পৃথকভাবে থানা সংলগ্ন এলাকায় পাইলট স্কুল মাঠের পূর্ব-দক্ষিণ কর্নারে এবং মহিলা কলেজের প্রধান ফটকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যয়, কিশোর গ্যাং গ্রুপিং নিয়ে দ্বন্দ্ব ও প্রভাববিস্তারে রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে জোহা ও জেলা পরিষদ সদস্য প্রার্থী লিপি বেগমের ছেলে সানির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে দুই গ্রুপে উত্তেজনা দেখা দেয়।

এতে জোহা, জুবায়ের, আরাফাত, আব্দুল্লাহ, ফাহিম, বিলাশসহ কয়েকজন হামলা চালিয়ে সানিকে কুপিয়ে জখম ও তার যমজ সহোদর শাকিলকে বেধড়ক মারধর করে। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় উভয় পক্ষ হাসপাতালে উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে রাজাপুর মহিলা কলেজের সামনের প্রধান ফটকে ফাহিমকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এর পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোহাকে পিটিয়ে জখম করা হয়। উপজেলা মহিলা ভাইস-চেয়ারস্যান আফরোজা আক্তার লাইজু জানান, ৭ জুলাই (বৃহস্পতিবার) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোহাকে পিটিয়ে জখম করে শাকিল, সানি, আজিম, রাব্বিসহ কয়েকজন। এ ঘটনার জেরে আমাদের কিছু না জানিয়েই ওরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২ জনই জখম হয়। এদের মধ্যে ফাহিমের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন