নিউজ ডেস্কঃ বরিশাল-ঢাকা মহাসড়কে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় হারুন অর রশিদ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম। তিনি জানান, নিহত হারুণ অর রশিদও গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাসিন্দা। এর আগে শহীদুল ইসলাম নামে আরও একজন এ হাসপাতালে আসার পর মৃত্যু বরণ করেন। তিনিও গাজীপুরের কোনাবাড়ী জোয়ার টেক এলাকার বাসিন্দা মো. আব্দুল জব্বারের ছেলে। পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আরও ৬ জনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুই জন মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনউদ্দিন জানান, উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জনের মরদেহ এসেছে।