News71.com
 Bangladesh
 28 Jul 22, 12:44 PM
 1391           
 0
 28 Jul 22, 12:44 PM

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু।।

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ বরগুনার তালতলীতে একটি বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় নবজাতকের পিতা রাজু মিয়া ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানায়। জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকার রাজু মিয়ার স্ত্রী জাকিয়া বেগমকে ডাক্তারী পরীক্ষায় আল্ট্রাসনোগ্রামের তথ্যমতে তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২১ দিন আগে সিজার ডেলিভারি করেন দোয়েল ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার প্রশেনজিৎ কুন্ড অনিক। সিজারের দুইদিন পরই ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে মারা যায় ওই নবজাতক।  নবজাতকের পিতা রাজু মিয়া অভিযোগ করে বলেন, দোয়েল ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রামের তথ্যে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার তারিখ রয়েছে আগামী ১৫ আগস্ট।

দোয়েল ক্লিনিক কর্তৃপক্ষের আমাকে ভুল বুঝাইয়া ও ভয়ভীতি দেখাইয়া বলে, এই মুহুর্তে সিজার না করলে বড় ধরনের সমস্যা হতে পারে। পরে গত ২৩ জুলাই রাতে সিজার করেন ডা. প্রশেনজিত কুন্ড অনিক।  তিনি বলেন, সিজারের পরেই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক থাকা অবস্থায়ও ক্লিনিক কর্তৃপক্ষ বলেন, পটুয়াখালী ও বরিশাল যে চিকিৎসা দেবে তা আমরাও দিতে পারবো কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। অথচ ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে সিজারের দুইদিন পর মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে পুত্র সন্তানটি মারা যায়। আমি এই ক্লিনিক কর্তৃপক্ষের বিচার চাই। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন