News71.com
 Bangladesh
 30 Jul 22, 09:34 AM
 1218           
 0
 30 Jul 22, 09:34 AM

বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি।।

বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি।।

নিউজ ডেস্কঃ গভীর বঙ্গোপসাগরে পটুয়াখালী জেলার পাঁচটিসহ অন্তত ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি ট্রলারও ডুবিয়ে দিয়েছে ডাকাত দল। গতকাল শুক্রবার সন্ধায় ডাকাতির শিকার দুই ট্রলার মহিপুর মৎস্য বন্দরে আসলে বিষয়টি জানা যায়। এর আগে বৃহস্পতিবার দিনে এবং রাতে এসব ট্রলার থেকে জলদস্যুরা মাছসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করেন। সেই সঙ্গে ট্রলারে থাকা জেলে ও মাঝি মাল্লাদের মারধরও করেন তারা।

মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা ফিরে আশা জেলেদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের ঢাল চরের বাইরে মহিপুরের তিনটি এবং চরমন্তাজের দুটিসহ মোট ২৫ থেকে ২৬টি ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিজামপুরের শফিক নামে এক ব্যক্তির ট্রলার ডুবিয়েও দেন তারা। তিনি আরও জানান, এক বহরে যতগুলো ট্রলার ছিল তার সবগুলো থেকে মাছ এবং মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে গেছে। ডাকাতদলের সদস্যরা হাতিয়া সন্দিপ এলাকার বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন