News71.com
 Bangladesh
 04 Aug 22, 01:57 PM
 1142           
 0
 04 Aug 22, 01:57 PM

ভোলায় দুই নেতা নিহতে পুলিশকে দায়ী করল বিএনপি।।

ভোলায় দুই নেতা নিহতে পুলিশকে দায়ী করল বিএনপি।।

নিউজ ডেস্কঃ পুলিশ-বিএনপি সংঘর্ষে ভোলার দুই নেতা নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করে বিচারের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় নিহত পরিবারের ক্ষতিপূরণের দাবি জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান গয়েশ্বর চন্দ্র রায়।এর আগে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দুজন নিহতের প্রকৃত ঘটনা জানতে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোলায় পৌঁছে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

গত ৩১ জুলাই ভোলায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। সেই বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টায় মারা যান নুরে আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন