নিউজ ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ট্রলিচালক ও বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদার (২৫), উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) এবং কবিরকাঠির এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫)।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল মিনি বাসটি। পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় বিপরীতমুখী একটি ট্রলির সঙ্গে ওই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।তিনজনের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।