নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আমাদের ছেলেমেয়েদের জন্য কোয়ালিটি এডুকেশন গড়ে তুলতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাইজেশন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। পার্বত্যবাসী আধুনিক শিক্ষা কিভাবে আদায় করতে হয় তা জানতে হবে। খাগড়াছড়িতে ইংলিশ কারিকুলাম স্কুল গড়ে তুলব। আমরা পার্বত্য চট্টগ্রামের শিক্ষার ক্রাইসিস দূর করব।’ আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে সমতলের আদিবাসীরা গতকাল শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত ‘কালচারাল শোডাউন’ করে।