নিউজ ডেস্কঃ পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাহাড়ি ভাতা তাদের মূল বেতনের সমপরিমাণ করার দাবি জানিয়েছেন। গত ২৬ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সুপ্রদীপ চাকমার সঙ্গে বান্দরবান পার্বত্য জেলার জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মতবিনিময় করেন। এসময় তারা এমন দাবি উত্থাপন করেন। বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি পত্র পাঠিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে ওই পত্রটি পাঠানো হয়েছে গত ১০ সেপ্টেম্বর।