News71.com
 Bangladesh
 07 Oct 24, 08:54 PM
 71           
 0
 07 Oct 24, 08:54 PM

নিষিদ্ধ হচ্ছে সেন্টমার্টিনে রাত্রিযাপন॥

নিষিদ্ধ হচ্ছে সেন্টমার্টিনে রাত্রিযাপন॥

নিউজ ডেস্কঃ চলতি মৌসুমেই প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিকের’ ব্যবহার বন্ধ, পর্যটকের সংখ্যা নির্দিষ্টকরণ, রাত্রিযাপন নিষিদ্ধসহ বেশকিছু বিধিনিষেধ বাস্তবায়িত হবে বলে জানিয়ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সেন্টমাটিন দ্বীপ সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা এবং সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, দেশের তিনটি পর্যটন স্পট সেন্টমার্টিন, কক্সাবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারমুক্ত করার কাজটা আমরা শুরু করব। এটা একদিনে হবে না। কিন্তু আমরা কাজটা শুরু করব। তিনি বলেন, সেন্টমার্টিন নিয়ে মন্ত্রণালয় মোটামুটি প্রস্তুত আছে। এর আগের সময়টিতে সেন্টমার্টিন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রবাল দ্বীপ আর বাংলাদেশে কোথাও নেই। এখানে বেশ কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী, পাখি, কাছিম এবং স্তন্যপায়ী প্রাণী আছে। খুবই ছোট এই দ্বীপ। এটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি, সেজন্য সরকার কিছু কাজ আগেই করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন