নিউজ ডেস্কঃ রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় সিগারের জব্দ করেছে। এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন। নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়, শনিবার দিনগত মধ্যরাতে মানিকছড়ি চেকপোস্টে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া জাম্বুরাবাহী একটি ট্রাকে (চট্টমেট্টো-ড-১১-২৪-৩৩) তল্লাশি চালায়। এসময় ওই ট্রাক থেকে জাম্বুরার ভেতরে ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত এসব সিগারেটের মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে তারা জানিয়েছেন। এসময় ট্রাকের চালক রোমান ও হেলপার মঞ্জুরুল আলমকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত রাঙামাটিতে এটাই সবচেয়ে বড় ভারতীয় সিগারেটের অবৈধ চালান বলে জানা গেছে।