News71.com
 Bangladesh
 17 Oct 24, 06:27 PM
 17           
 0
 17 Oct 24, 06:27 PM

মিয়ানমারে রাতভর ভারি বিস্ফোরণ॥টেকনাফের ২৫ ঘরবাড়িতে ফাটল

মিয়ানমারে রাতভর ভারি বিস্ফোরণ॥টেকনাফের ২৫ ঘরবাড়িতে ফাটল

 


নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই আরও তীব্র হয়েছে। গত তিনদিন ধরে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হচ্ছে। ফলে সীমান্তের ওপারে একটানা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে বেশ কয়েকটি ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এতে বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে এ এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

জানা গেছে, মিয়ানমারের মংডু টাউনশিপের বিপরীতে সীমান্ত সংলগ্ন এলাকায় টেকনাফের সাবরাং ইউনিয়নের অবস্থান। মধ্যখানে চার কিলোমিটার প্রস্থের নাফ নদী। স্থানীয়রা জানান, গত সোমবার রাতে তারা অন্তত দেড় শতাধিক মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শুনেছেন। মঙ্গলবার রাতে কমপক্ষে ২০০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার সকাল ১০টা পর্যন্ত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুদ্ধবিমান ও আকাশ থেকে বোমা ফেলেছে বলেও জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনোয়ার (৬০) বলেন, বোমার শব্দের কারণে এখন আগের মতো মানুষ ফজরের নামাজেও আসছে না। হঠাৎ করে বিকট শব্দে মানুষ ভয় পাচ্ছে। এত ভয়ংকর শব্দ তারা আগে কখনও শোনেননি। বোমার শব্দে ও কাপুনিতে ঘর-বাড়ি কেঁপে উঠছে এবং আছারবনিয়া গ্রামের অন্তত ২৫টি ঘরের দেয়ালে ফাটল ধরেছে বলেও জানান আনোয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন