News71.com
 Bangladesh
 17 Oct 24, 06:28 PM
 131           
 0
 17 Oct 24, 06:28 PM

চট্টগ্রাম-সিলেটের আদালতে নিয়োগ পেলেন ৪৫৪ আইন কর্মকর্তা॥

চট্টগ্রাম-সিলেটের আদালতে নিয়োগ পেলেন ৪৫৪ আইন কর্মকর্তা॥

 

নিউজ ডেস্কঃচট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন আদালতে ৪৫৪ জন সরকারি আইন কর্মকর্তা যথা সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিশেষ প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। ৪৫৪ জনের মধ্যে ৩৫১ জনকে চট্টগ্রামে এবং ১০৩ জনকে সিলেটের আদালতগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত দুটি নিয়োগ আদেশে জারি করা হয়।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন