নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ এমরান (১৮) নামের এক তরুণকে গলা টিপে হত্যা এবং মিয়ানমারের সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে উপজেলার কুতুপালং ২ ইস্ট ও ১৫ নম্বর ক্যাম্পে এসব ঘটনা ঘটে। যুবকের লাশ উদ্ধার ও পাঁচজন আহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পরিত্যক্ত একটি ঘর থেকে গতকাল বিকেল ৪টার দিকে রোহিঙ্গা তরুণ মোহাম্মদ এমরানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৩ নম্বর ক্যাম্পের জি-৮১ ব্লকের মোহাম্মদ ইদ্রিসের ছেলে। তাঁকে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহত যুবকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।