News71.com
 Bangladesh
 18 Nov 24, 07:34 PM
 38           
 0
 18 Nov 24, 07:34 PM

পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপি॥ লাখ টাকা জরিমানা

পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপি॥ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ কুমিল্লা নগরীর চকবাজার ও শহরতলীর আলেখারচরে পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশন ও আলেখারচরের নাইমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি।বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রলে ৩৪০ মিলি কম দিয়েছে। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাইমুল ফিলিং স্টেশন একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০৭ মিলি এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলি তেল কম দিয়েছে। এ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন