News71.com
 Bangladesh
 11 Feb 25, 05:40 PM
 81           
 0
 11 Feb 25, 05:40 PM

চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি॥

চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি॥
নিউজ ডেস্কঃ কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি চার জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা ১১টা দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকায় এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃত জেলেরা হলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাছান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)। লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বলেন, ‘সকালে টেকনাফের শাহ পরীরদ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসান চার জেলেকে নিয়ে ট্রলারসহ নাফ নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি স্পিডবোট যোগে আসা সশস্ত্র ব্যক্তিরা ট্রলারটি ঘিরে ফেলে। পরে জেলেসহ ট্রলারটি মিয়ানমার অভ্যন্তরে নিয়ে যায়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন