News71.com
 Bangladesh
 11 Feb 25, 05:43 PM
 72           
 0
 11 Feb 25, 05:43 PM

কুমিল্লায় পরিবহন শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী নেতাসহ আহত কয়েকজন॥

কুমিল্লায় পরিবহন শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী নেতাসহ আহত কয়েকজন॥
নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়ায় পরিবহন শ্রমিকদের হামলায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে চাঁদপুরগামী আইদি এন্টারপ্রাইজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাস ছেড়ে যাওয়ার সময় উত্তেজিত পরিবহন শ্রমিকেরা ব্যারিকেড দিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়ক বন্ধ করে দেয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরিবহন শ্রমিকদের সাথে কথা বলতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা হামলা করলে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারুক নাহিয়ানসহ বেশকয়েকজন আহত হয়। এতে ঘন্টাখানেক ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ও কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন