নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীসহ জেলায় বিভিন্ন সড়কপথে চলাচলরত বাসগুলো উধাও হয়ে যায়। সকাল বেলায় বাস চলাচল দেখলেও মামলা,জেল জরিমানার ভয়ে হঠাৎ করে বাস শূন্য হয়ে পড়ে। এতে ভোগান্তি ও দুর্ভোগে পড়তে হয়েছে নিয়মিত চলাচলরত বাস যাত্রীরা। এ সমস্যা থেকে বাদ পড়েননি স্কুল-কলেঝ পড়ুয়া শিক্ষার্থীরাও। গাড়ির ফিটনেস,রেজিস্ট্রেশন,রোড পারমিটবিহীন বাস চলাচল বন্ধে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আজ বিশেষ অভিযানে নেমেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগ। তবে যেসব বাসের কাগজপত্র ঠিক আছে,এমন কিছু বাস চলাচল করতে দেখা গেছে বলে জানান যাত্রীরা।
সরেজমিনে আজ সকালে নগরীতে বড় বাস চলাচল করতে দেখা না গেলেও কিছু সংখ্যক মিনিবাস,টেম্পু, লেগুনা, সিএনজি চলাচল করতে দেখা গেছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এসব গাড়িতে সরকারি-বেসরকারি অনেকে কর্মস্থলে যেতে অনেক কষ্ট করে চলাচল করেছে। হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামমিনা শারমিন সবুর বলেন,প্রতিদিনের মতো গাড়িতে উঠার জন্য রাস্তায় আছি। এরপর দেখি বাসগুলো দেখা যাচ্ছে না। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পর দ্বিগুণ বেশি দিয়ে সিএনজি করে স্কুলে আসতে হয়েছে। তাছাড়া আরো অনেক যাত্রী সেই বাসের অপেক্ষায় রয়েছে। গাড়ির সমস্যার কারণে আমরা নিয়মিত যাত্রীরা নানাবিধ ভোগান্তির মধ্যে পড়তে হয়।
কুদ্দুস নামেন এক বাস চালক বলেন,গত মঙ্গলবার প্রায় ২ শতাধিক গাড়িকে মামলা দিয়েছে এবং আটকে রেখেছে। তাই আজও এ অভিযান হতে পারে। সেই জন্য কেউ গাড়ি বের করছে না। আমি গাড়ি গ্যারেজে ঢুকিয়ে রাখতে যাচ্ছি। তবে অভিযান শেষ হলে গাড়ি চালাবো। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের জানান, গাড়ির ফিটনেস,রেজিস্ট্রেশন,রোড পারমিট, ইন্সুরেন্সসহ পরিবহনে শৃক্সখলা বাড়াতে অভিযান চলছে। মোটরযান অধ্যাদেশ অনুযায়ী গত মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়ে ২২ জুলাই পর্যন্ত চলবে বলে জানান তিনি।