News71.com
 Bangladesh
 23 Jul 17, 03:08 AM
 1187           
 0
 23 Jul 17, 03:08 AM

বান্দরবানে আবারও পাহাড় ধস, নিখোঁজ ৫।।

বান্দরবানে আবারও পাহাড় ধস, নিখোঁজ ৫।।

নিউজ ডেস্কঃ টানা ভারী বর্ষণে বান্দরবানে আবারও পাহাড় ধসে পাঁচজন নিখোঁজ হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বান্দরবান থেকে রুমা উপজেলার উদ্দেশে এবং রুমা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে যাওয়া ২টি যাত্রীবাহী বাস বিধ্বস্ত রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকায় পৌঁছায়। দুই পাশের যাত্রীরা বাস পরিবর্তনের জন্য ভাঙ্গা রাস্তায় পায়ে হেঁটে পার হওয়ার সময় বৃষ্টিতে আবারও পাহাড় ধস হয়। এ সময় পাহাড়ের মাটি চাপা পড়ে অনেক যাত্রীরা।

আহত অবস্থায় ৩ যাত্রীকে জীবিত উদ্ধার করে শ্রমিকরা। তবে এখনো ৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।পরিবহন শ্রমিক স্বপন দাস জানান, গত মাসের ১২ জুন অবিরাম বর্ষণে বান্দরবান-রুমা উপজেলা সড়কের দলিয়ান পাড়া এলাকায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেনাবাহিনী কয়েক দফায় পাহাড়ের মাটি সরানোর চেষ্টা করলেও বৃষ্টি অব্যাহত থাকায় পারেনি। তবে সড়কের দু’পাশে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

বিধ্বস্ত ভাঙ্গা সড়ক পায়ে হেঁটে যাত্রীরা গাড়ি পরিবর্তন করে আসছিল। রবিবার সকালেও যাত্রীরা পায়ে হেঁটে গাড়ি পরিবর্তন করতে যাওয়ার সময় পাহাড় ধসে অনেক যাত্রী মাটি চাপা পড়েন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও পাঁচজন নিখোঁজে রয়েছে।বান্দরবানের মৃত্তিকা সংরক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বান্দরবানে ৭৮ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন