নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে সিএনজি অটোরিক্সা আটকিয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও কিছু দালাল যখন তখন অটোরিক্সা আটকিয়ে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে ছেড়ে দেয়।
কোনো শ্রমিক চাঁদা না দিতে পারলে তাদের গাড়ি পুলিশ লাইন কিংবা অন্য কোথাও আটকিয়ে রাখাসহ ওইসব শ্রমিকদের লাঞ্চনার শিকার হতে হয়।বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শনিবার ভবানীগঞ্জ বাজার থেকে ট্রাফিক পুলিশ ও স্থানীয় একাধিক দালাল ১০টি গাড়ি আটক করে পুলিশ বক্সে নিয়ে যায়।পরে দাবীকৃত টাকা পেয়ে অটোরিক্সাগুলো ছেড়ে দেয়া হয়।এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সেলিম কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি।তবে মুঠেফোনে এই কর্মকর্তা টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে দালালদের উপর দায় চাপিয়ে দেন।