News71.com
 Bangladesh
 24 Jul 17, 02:15 AM
 1222           
 0
 24 Jul 17, 02:15 AM

তিনমাস বন্ধ থাকার পর আগামী ১ আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে পুনরায় মাছ আহরণ শুরু হচ্ছে

তিনমাস বন্ধ থাকার পর আগামী ১ আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে পুনরায় মাছ আহরণ শুরু হচ্ছে

নিউজ ডেস্কঃ টানা তিনমাস বন্ধ থাকার পর আগামী পহেলা আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ পুনরায় শুরু হবে। কাপ্তাই হ্রদে মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদে অবমুক্তকৃত কার্প জাতীয় মাছের পোনার সুষ্ঠু বৃদ্ধির লক্ষ্যে গত পহেলা মে মধ্যরাত থেকে হ্রদ হতে মাছ আহরণ, পরিবহন এবং বাজার জাতকরণের উপকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

রবিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, রাঙ্গামাটি জেলার মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী মো. বেলাল উদ্দিনসহ কাপ্তাই হ্রদের মৎস্য আহরণের সাথে জড়িত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন