News71.com
 Bangladesh
 26 Jul 17, 08:48 AM
 1247           
 0
 26 Jul 17, 08:48 AM

কুমিল্লা সদর দক্ষিনে মালবোঝাই ট্রাক খাদে , নিহত চালক ও হেলপার।।

কুমিল্লা সদর দক্ষিনে মালবোঝাই ট্রাক খাদে , নিহত চালক ও হেলপার।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার সদর দক্ষিণে মালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে নিহত হয়ছেন চালক ও হেলপার। আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। দুপুর আড়াইটার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন। নিহত চালক জামাল হোসেন ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা ,তবে নিহত হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানাযায় , সকালে চট্টগ্রাম থেকে ৪৫ টন ওজনের টিন সিটের রোলবোঝাই করে ট্রাকটি ঢাকা যাচ্ছিলো। এ সময় চাষাপাড়া এলাকায় এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। কিন্তু হেভি রেকারের সংকটে উদ্ধার কাজ আটকে যায়। পরে চট্টগ্রাম থেকে রেকার এনে আট ঘণ্টা পর ট্রাকটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে মরদেহ দু’টিও উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন