নিউজ ডেস্কঃ নিখোঁজের ৩ দিন পর ফেনীতে স্বপন চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এনা পরিবহনের কাউন্টারের পেছনের দিকে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্বপন সোনাগাজী উপজেলার তুলাতুলি গ্রামের বাসিন্দা। সে শহরের চাড়িপুরে তার বোন সুমি চন্দ্র দাসসহ একটি বাসায় ভাড়া থাকতো। সে পেশায় ছিল একজন দিন মজুর। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল।