নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর খুলশী থানার আলফালাহ গলিতে উপ-পরিদর্শক (এসআই) হাসান আলীর বাসা থেকে চুরি হওয়া সরকারি ৭.৬২ বোরের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় পুলিশ চোর আসাদুল ইসলাম বাবুলকে (৩৯) গ্রেফতার করেছে। আজ সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকা থেকে চোরাই জিনিসসহ চোরকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বলেন, গত ১ মার্চ উপ-পরিদর্শক (এসআই) হাসান আলীর বাসা থেকে সরকারি পিস্তল চুরি হয়েছিল। হাসান আলী তখন পাঁচলাইশ থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এস আই হাসান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে চুরির ঘটনায় হাসান আলী বাদী হয়ে খুলশী থানায় মামলা করেছিলেন। খুলশী থানা পুলিশ মামলাটি তদন্ত ও অস্ত্র উদ্ধারে সক্রিয় হয়। পাশাপাশি পাঁচলাইশ থানা পুলিশসহ অন্যান্য সকল তদন্ত সংস্থা মিলে চুরি হওয়া অস্ত্র-গুলি উদ্ধার করে।